ছত্তিশগড়ের বালোদা বাজারে পিকআপ গাড়িতে ধাক্কা ট্রাকের, শিশু ও মহিলা-সহ মৃত্যু ৬ জনের

রায়পুর, ১৫ মে (হি.স.): ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় যাত্রীবোঝাই পিকআপ গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন। বালোদা বাজার জেলার পুলিশ সুপার দীপক ঝা বলেছেন, পিকআপ গাড়িতে দুই ডজনের বেশি যাত্রী ছিলেন, ওই পিকআপ গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালোদা বাজার জেলার পালারি থানা এলাকায় গোদা ব্রিজের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও একটি শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। এই দুর্ঘটনার বিষয়ে জানতে পারা মাতৃ শোকব্যক্ত করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।