স্বস্তিতে জগদীপ ও রিজিজু, উপ-রাষ্ট্রপতি ও আইনমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): বম্বে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট, বিচারপতি নিয়োগ সংক্রান্ত কলেজিয়াম ও বিচার ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্যের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন, বম্ব হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গিয়েছি। সোমবার শীর্ষ আদালত জগদীপ ও রিজিজুর বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন খারিজ করেছে।

বম্বে হাইকোর্ট এ সংক্রান্ত জনস্বার্থ আবেদন খারিজ করে দেওয়ায় বম্বে আইনজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানানো হয়। সোমবার এই মামলার শুনানিতে, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, এবং এহেসানুদ্দিন আমানুল্লা তা খারিজ করে দেন।