এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল ইডি, ২২ মে হাজিরার নির্দেশ

মুম্বই, ১৫ মে (হি.স.): আইএল ও এফএস মামলায় এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। সোমবার ইডি সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র এনসিপি-র সভাপতি এবং বিধায়ক জয়ন্ত পাটিলকে আইএল ও এফএস-এর সঙ্গে সম্পর্কিত আর্থিক অনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, আগামী ২২ মে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

এর আগে জয়ন্ত পাটিলকে গত ১২ মে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু ওই দিন ইডি-র দফতরে তিনি হাজিরা দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার জন্য ১০ দিন সময় চেয়েছিলেন জয়ন্ত পাটিল। এরইমধ্যে সোমবার জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল ইডি, জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২২ মে মে তাঁকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে হবে।