চালসা, ১৫ মে (হি. স.) : জলপাইগুড়ির মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম ফিরদৌসী বেগম (৫২)। বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা ইউনুসপাড়া এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান ফিরদৌসী। সেখানে হাতির হামলার শিকার হন তিনি। ঘটনাস্থলে পুলিশ ও বন দফতরের কর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, জঙ্গলের ভেতর মহিলার মৃত্যু হওয়ায় কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বন দফতর।