BRAKING NEWS

পেঁচারথল বিএসির পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ পেঁচারথল ব্লকে বিগত পাঁচ বছরে বহু উন্নয়ন কর্মসূচি রূপায়িত হয়েছে৷ যে সমস্ত কর্মসূচির কাজ এখনও সম্পর্ণ হয়নি তা দ্রত শেষ করতে হবে৷ আজ পেঁচারথল বিএসির কনফারেন্স হলে এক পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে বি দার্লং, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস, পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ৷
পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ব্লক এলাকায় নতুন রাস্তা ও সরকারি বাড়ি নির্মাণ এবং সংস্কারের কাজে স্থানীয় শ্রমিকরা যাতে কাজ পান সেদিকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজর রাখতে হবে৷ কাজের গুণমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে যাতে কাজ শেষ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ পর্যালোচনা সভায় জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা বলেন, এজেন্সির দুর্বলতার কারণে যাতে পূর্ত, পানীয়জল ও স্বাস্থ্যবিধি, জলসম্পদ, গ্রামোন্নয়ন দপ্তরের কোনও কাজ আটকে না যায় সে বিষয়েও প্রকৌশলীদের বিশেষ নজর দিতে হবে৷
পর্যালোচনা সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধি, পূর্ত, গ্রামোন্নয়ন, বন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জলসম্পদ, শিল্প ও বাণিজ্য, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, প্রাণীসম্পদ বিকাশ, ক’ষি, উদ্যান, মৎস্য, বিদ্যালয় দপ্তরের প্রতিনিধিগণ আলোচনা করেন৷ পর্যালোচনা সভা শেষে মন্ত্রী সান্তনা চাকমা, বিএসি চেয়ারম্যান সজল চাকমা, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ পেঁচারথল ব্লক এলাকার কয়েকটি নির্মীয়মান প্রকল্পের কাজ ঘুরে দেখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *