নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ বহির্রাজ্যের ত্রিপুরা ভবনগুলির ব্যবস্থাপনা ও পরিষেবার মানোন্নয়ন নিয়ে আজ সচিবালয়ের ১ নং সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা৷ সভায় মুখ্যমন্ত্রী দিল্লি, কলকাতা ও গুয়াহাটিতে অবস্থিত ত্রিপুরা ভবনগুলির পরিচালন ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী ত্রিপুরা ভবনগুলিতে রাজ্যের মানুষের সুুযোগ সুুবিধা, পরিষেবা প্রসারিত করার পাশাপাশি এগুলির মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন৷ সভায় মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, জিএ এসএ দপ্তরের সচিব টি কে চাকমা, অর্থ দপ্তরের সচিব বিজেশ পাণ্ডে, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, পূর্তদপ্তরের সচিব অভিষেক সিং, ক’ষি দপ্তরের সচিব অপূর্ব রায়, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷