গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : আগামীকাল সোমবার ১৫ মে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে।
জানা গেছে, অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় কটন বিশ্ববিদ্যালয়ের সুদমর্সান হল-এ আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক, গুয়াহাটির মেয়র, তথ্য ও সম্প্রচার দফতরের প্রাক্তন মহাপরিচালক এবং রাজ্যের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘আধুনিক যুগে যোগাযোগের মাধ্যম আকাশবাণী’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হবে। এতে রাজ্যের তথ্য কমিশনার ড. সমুদ্রগুপ্ত কাশ্যপ, অয়েল ইন্ডিয়া লিমিটেডের আরসিই প্রশান্ত বরকাকতি, ইউনিসেফ-এর উত্তর-পূর্বাঞ্চলের প্রধান মধুলিকা জোনাথন এবং পরিবেশবিদ ড. পূর্ণিমা দেবী বর্মণ অংশগ্রহণ করবেন। কার্যক্রম পরিচালনা করবেন সাংবাদিক শান্তনু রৌমুরিয়া এবং অরুণিমা গোস্বামী।
এদিন বিকেলে মিলাপ-২০২৩ শীৰ্ষক সংবাদ বিভাগের নতুন ও পুরাতন সম্পাদক ও সংবাদ উপস্থাপকদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে। আকর্ষণীয় এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন উৎপলকুমার দাস এবং অশোক কুমার বায়ন।
উল্লেখ্য, ১৯৫৭ সালের মে মাসে অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী) গুয়াহাটি আঞ্চলিক সংবাদ বিভাগ চালু হয়েছিল। এর পর থেকে বিভাগটি অসমিয়া ভাষার বিশুদ্ধতা বজায় রেখে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রচার করে আসছে। বর্তমানে অসমিয়া ভাষায় চারটি বুলেটিন, চারটি এফএম শিরোনামের পাশাপাশি অন্যান্য ভাষায় এই কেন্দ্র থেকে সম্প্রচার করা হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহে তিনটি প্রাসঙ্গিক বিষয় সম্প্রচার করা হয়। অন্যদিকে ২০২২ সালে কোভিড কালে বিধানসভা নির্বাচনী প্রচার এবং সচেতনতার জন্য দেশের সেরা মিডিয়া পুরস্কার জিতেছিল আকাশবাণী গুয়াহাটি।

