নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ শনিবার অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত৷ লোক আদালতে বিনা খরচায় মামলা নিষ্পত্তির সুযোগ পান অনেকেই৷ শনিবার রাজ্যে আবারও বসে জাতীয় লোক আদালত৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারী ছুটির দিনে এই লোক আদালত বসে৷ এই লোক আদালতে মোট ৬৬টি বেঞ্চে ১১,৩৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬টি মামলা ছিল৷ জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২টি, ভোক্তা আদালত সংক্রান্ত ০৮ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭টি মামলা, আপসযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬ টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) ৯৭টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ ত্রিপুরা উচ্চ আদালতেও একটি বেঞ্চ বসে ছিল৷ এই বেঞ্চে ৮০টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে৷ ইতিমধ্যে মামলার উভয় পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছিল৷ আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য বসানো হয়েছিল হেল্প ডেস্ক৷ প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করার জন্য ছিলেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দাতা মোহন জমাতিয়া দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এই লোক আদালত পরিদর্শন করেন৷