বেঙ্গালুরুর অদূরে রিসর্ট বুক কংগ্রেসের, জয়ী বিধায়কদের সেখানে রাখবেন শিবকুমাররা

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে সিংহভাগ সংস্থা বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল, যে কর্ণাটকে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে। সেকথা মাথায় রেখে শনিবার ফল গণনা শুরুর আগে বেঙ্গালুরুর অদূরে সাত তারা রিসর্ট বুক করে ফেলল কংগ্রেস। জয়ী বিধায়কদের সেখানে রাখবেন ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ারা।

সূত্রের খবর, ত্রিশঙ্কু পরিস্থিতি হলে যাতে কংগ্রেস বিধায়কদের বিজেপি ভাঙিয়ে না নিতে পারে, তার জন্যই এমনটা করা। তবে এমনটা নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থানে এই ছবি দেখা গিয়েছিল। শনিবার ভোরে সিদ্দারামাইয়ার বাড়ি থেকে বৈঠক করে বের হন কর্ণাটকের কংগ্রেস সভাপতি শিবকুমার। এরপর একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁরা সবরকম বন্দোবস্ত করে রাখছেন। অবস্থা অনুযায়ী পদক্ষেপ করা হবে।
এদিন সকাল ৮টা থেকে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। ২,৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। শুরুতে টানটান লড়াই শুরু হলেও বেলা যত বাড়ছে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া শেষ আপডেট অনুযায়ী, ১১২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৯০টি আসনে। জেডিএস ১৯টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের। চান্নাপাটনা আসনে এগিয়ে রয়েছেন কুমারস্বামী।