আগরতলা, ১৩ মে (হি.স.) : সীমান্তে বাইক পাচারকালে বাংলাদেশী যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।সাথে নম্বরবিহীন দুইটি বাইক সহ চুরি করার নানান সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।
তিনি জানিয়েছেন, শনিবার সকালে মধুপুর থানার সাব ইনস্পেক্টর দীপজ্যোতি দাসের নেতৃত্বে কোনাবন হরিপুর চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে নম্বরবিহীন দুইটি বাইক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সাথে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, ধৃত যুবক বাংলাদেশের বাসিন্দা কামাল হোসেন(২৩)। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে দুইটি বাইক আগরতলা থেকে চুরি করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, হরিপুর সীমান্ত থেকে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল। পুলিশ ধৃত বাংলাদেশী যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

