দক্ষিণ শালমারা-মানকাচার (অসম) ১৩ মে (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচার জেলার সুখচর থানাদিন ব্ৰহ্মপুত্রের উন্মুক্ত ভারত-বাংলাদেশ সীমান্তের নিলোখীয়া গ্রাম থেকে বিএসএফের অভিযানে এক বাংলাদেশী নাগরিককে গ্ৰেপ্তার করা হয়েছে । ধৃত বাংলাদেশী নাগরিক নারায়ণগঞ্জ জেলার বন্ধর থানাদিন জিদরা গ্রামের শ্বাহিন খান বলে পরিচয় শনাক্ত হয়েছে ।
শ্বাহিন খান বাংলাদেশ জিদরা গ্রামের জয়নাল উদ্দিনের পুত্ৰ। সে ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বক্সির হাট গেট দিয়ে বাংলাদেশে খাদ্য সামগ্ৰী যোগান দেওয়া ট্ৰাকে উঠে ভারতে প্ৰবেশ করে । ভারতে প্ৰবেশকালে শ্বাহিন ১০ হাজার টাকার বিনিময়ে ক্লিনারের কাৰ্ড বানিয়ে অতি কৌশলে ভারতে প্ৰবেশ করে । পেশায় দৰ্জি শ্বাহিনে বক্সির হাট থেকে পশ্চিমবঙ্গ এবং হাওড়া হয়ে বাংগালুরুতে গিয়ে সেখানে প্রায় বছর খানেক কাজ করে । সেখান থেকে তামিলনাডু এবং কেরেলাতে কাজে যোগ দেয় ।
গত কিছুদিন আগে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দক্ষিণ শালমারা-মানকাচার জেলার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় । নয় হাজার টাকার বিনিময়ে দুইজনের মধ্যে চুক্তি হয় । সেইমতে শ্বাহিন কেরেলা থেকে হাওড়া এবং শিলিগুড়ি হয়ে গুয়াহাটিতে উপস্থিত হয় । তারপর সেখান থেকে বাসে করে ফুলবাড়ীতে উপস্থিত হলে দিনের বেলা সুখচর বাজারে আসা যন্ত্র চালিত নৌকায় ভারত-বাংলাদেশ সীমান্তের নিলোখীয়াতে নিয়ে যাওয়ার সময়ে বিএসএফ-এর নিয়মিত তল্লাশিতে সন্দেহ জাগলে তাকে আটক করা হয় । তার কাছে ভারতীয় আধার কার্ড দেখে সন্দেহ ঘনীভূত হয়, এরপর বিএসএফের জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক বলে নিজেই স্বীকার করে ।
তার কাছে থেকে উদ্ধার হয় দক্ষিণ বাংগালুরু ফারুক নগর ঠিকনার আধার কাৰ্ড, পান কাৰ্ড, পশ্চিমবঙ্গের জন্ম প্ৰমাণ পত্ৰ, কটক ব্যাংকের পাসবুক এবং এটিএম কাৰ্ড, ই-শ্ৰম কাৰ্ড সহ বিভিন্ন ভারতীয় নথি পত্ৰ ।
বাজেয়াপ্ত করা হয় মোবাইল হ্যান্ডসেট সহ নগদ অর্থ । বাংলাদেশী শ্বাহিন খানককে বিএসএফ গতকালই সন্ধ্যায় সুখচর থানায় সমঝে দিলে পুলিশের পক্ষ থেকে আজ শনিবার দক্ষিণ শালমারা মানকাচারের আদালতে হাজির করা হয় । এরপর আদালতের নির্দেশে পাঠানো হয় জেলহাজতে ।