নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ শুক্রবার ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে গণধর্ষনের ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে বাম সংগঠনসমূহ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ পবিত্র কর বলেন, ত্রিপুরা রাজ্যে গণধর্ষণের ঘটনা অভাবনীয়৷ এ ধরনের গণধর্ষণের ঘটনা পূর্বে ত্রিপুরা রাজ্যে হয়নি৷ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন বের হয়ে আসছে আরো বহু রহস্য৷ আই পি এল -এর জুয়া খেলা ত্রিপুরা রাজ্যে হতো সেটা জানা ছিল না রাজ্যবাসীর৷ গণধর্ষণের ঘটনার সাথে জড়িত যুবকের বাড়ি থেকে আই পি এল জুয়া খেলার কোটি টাকা উদ্ধার হয়েছে৷ এটা অকল্পনীয়৷ সুতরাং এখন দেখা যাচ্ছে সাপ বের করতে গিয়ে কেঁচো বের হয়ে এসেছে৷ এখন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হচ্ছে বলে জানান পবিত্র কর৷
2023-05-12

