BRAKING NEWS

ইণ্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে উত্তরপূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য ৪০টি আসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  চেন্নাইস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইণ্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে উত্তর পূর্বা’লের ছাত্রছাত্রীদের জন্য স্নাতকস্তরের কোর্সে ৪০টি আসন সংরক্ষিত রয়েছে৷ চেন্নাই ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে কলকাতা, মুম্বাই পোর্ট, কোচি, নবি মুম্বাই ও বিশাখাপত্তনমে৷ এই বিশ্ববিদ্যালয়ে যেসব কোর্সে পড়ার সুুযোগ রয়েছে সেগুলি হচ্ছে পিএইচডি এবং এমএস (গবেষণামূলক), ২ বছর মেয়াদি এমবিএ (পোর্ট অ্যাণ্ড শিপিং ম্যানেজমেন্ট), ২ বছরের এমবিএ (ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন অ্যাণ্ড লজিস্টিকস), ৩ বছর মেয়াদি বিএসসি (নটিক্যাল সায়েন্স), ৪ বছর মেয়াদি বিটেক (ম্যারিন ইি’নিয়ারিং), ৩ বছর মেয়াদি বিবিএ (লজিস্টিকস রিটেলিং অ্যাণ্ড ই-কমার্স), ৪ বছর মেয়াদি বিটেক (ন্যাভেল আর্কিটেকচার অ্যাণ্ড ওসেন ইি’নিয়ারিং), ৩ বছর মেয়াদি এপ্রেন্টিসশিপ এমবেডেড বিবিএ (ম্যারিন লজিস্টিকস), ২ বছর মেয়াদি এমটেক (ন্যাভেল আর্কিটেকচার অ্যাণ্ড ওসেন ইি’নিয়ারিং), ২ বছর মেয়াদি এমটেক (ড্রেজিং অ্যাণ্ড হার্বার ইি’নিয়ারিং), ২ বছর মেয়াদি বিটেক (ম্যারিন ইি’নিয়ারিং), ১ বছর মেয়াদি পিজি ডিপ্লোমা (ম্যারিন ইি’নিয়ারিং), ১ বছর মেয়াদি ডিপ্লোমা (নটিক্যাল সায়েন্স) ও পোস্ট সি কোর্স৷ এ সমস্ত কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে ০৪৪-২৪৫-৩৯০২৭ / ০৪৪-২৪৫৩৯০২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *