ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।।
দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো ব্রাইট ডায়মন্ড ক্লাব। পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। ৬ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিযর ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্লেয়ার্স একাদশের গড়া ১৫০ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়েরর জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্লেয়ার্স একাদশ ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজীব সাহা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, প্রজিৎ চাকমা ১৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, চিরঞ্জীৎ সূত্রধর ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে রীতেশ দাস (২/২৮),আবীর কর্মকার (২/৩০) এবং কমল দেব (২/৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। দলের পক্ষে ইমন হুসেন ৪২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,রিয়াজ উদ্দিন ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং রাহুল দাস ২৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। প্লেয়ার্স একাদশের পক্ষে রাজীব সাহা (২/৬৩) সফল বোলার।