BRAKING NEWS

কাছাড়ের ধলাইয়ে ফের বার্মিজ সুপারি বোঝাই চারটি গাড়ি আটক, গ্রেফতার চার


ধলাই (অসম), ১১ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার ধলাইয়ে ফের বার্মিজ সুপারি বোঝাই চারটি গাড়ি আটক করেছে পুলিশ। এর সঙ্গে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। চারটি গাড়ি যথাক্রমে বলেরো পিক্আপ ভ্যান, একটি বলেরো এবং দুটি ওয়াগন-আর।

এএস ১১ ইসি ৪৮৩৪ নম্বরের বোলেরো পিকআপ থেকে এক হাজার ৪০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি সহ ধলাই থানা এলাকার খুলিছড়ার বাসিন্দা প্রয়াত তাজ উদ্দিন চৌধুরীর বছর ২৮-র পুত্র নুর আহমেদ চৌধুরী, এএস ১০ এ ০০৪৯ নম্বরের ওয়াগন-আর থেকে ৩০০ কেজি বার্মিজ সুপারি সমেত অসম-মিজোরাম সীমান্তের কর্কটবস্তির বাসিন্দা সামসুদ্দিন লস্করের ২৪ বছর বয়সি পুত্র কবির হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা সফিক উদ্দিন বড়ভুইয়াঁর ২৬ বছরের পুত্র বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ, এমজেড ০১ এফ ৩৮৭৫ নম্বরের ওয়াগন-আর থেকে আরও ৩০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করার পাশাপাশি বাহারুল নামের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে এএস ১১ এইচ ০৪১৪ নম্বরের যাত্রীবাহী বলেরো থেকে ৪০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি সহ ধলাই থানা এলাকার ভাগাবাজার সংলগ্ন ইসলাবাদ গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান তালুকদারের ৩৮ বছরের পুত্র সহিদ আহমেদ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।
নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ধলাই থানার ইন্সপেক্টর ওসি মনোজ বরুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *