নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ নারী সংক্রান্ত অপরাধ রুখতে ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে মহকুমা শাসক কনফারেন্স হলে বৃহস্পতিবার সচেতন শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, সারা রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করতে এ ধরনের সচেতনমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এবং এর সচেতন মূলক কর্মসূচিতে রয়েছে পুলিশ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা৷ সকলের প্রচেষ্টায় কিভাবে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয় বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন৷
2023-05-11

