এইমস গুয়াহাটির উদ্যোগে আয়োজিত ‘ওয়াই২০ টক’

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : থিঙ্ক ইন্ডিয়া এইমস গুয়াহাটির উদ্যোগে ‘স্বাস্থ্য, সুস্থতা এবং খেলাধুলা : যুবাদের জন্য অ্যাজেন্ডা’ শীৰ্ষক ‘ওয়াই২০ টক’ অনুষ্ঠিত হয়েছে।

গুয়াহাটির চাংসারিতে অবস্থিত সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস্) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মমিন এবং বিশেষ অতিথি এনআইপিইআর গুয়াহাটির অধিকর্তা ইউসএন মুৰ্তিকে স্বাগত জানান এইমস-গুয়াহাটির এগজিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. অশোক পুরানিক।

‘ওয়াই২০ টক’-এর অনুষ্ঠানে ‘স্বাস্থ্য, সুস্থতা এবং খেলাধুলা : যুবাদের জন্য অ্যাজেন্ডা’-র সঙ্গে সংগতি রেখে বক্তব্য পেশ করেছেন নুমাল মোমিন। তিনি স্বাস্থ্য এবং স্থানীয় খেলাধুলার বিষয়ে সরকারি উদ্যোগ সম্পর্কে বিশদে বর্ণনা করেছেন। এছাড়া স্বাস্থ্য ও খেলাধুলার গুরুত্ব ও প্রাসঙ্গিকতার ওপর বিস্তৃত বক্তব্য পেশ করেছেন ইউএসএন মূর্তি। স্বাগত বক্তব্য পেশ করেছেন এইমস-গুয়াহাটির এগজিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. অশোক পুরানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *