আইজিএম হাসপাতালে শিশুকে ভুল টিকা

আগরতলা, ১০ মে (হি.স.) : টিকার দুইটি ইঞ্জেকশন দিতে এবং দুইটি টিকা মুখে খাওয়ানোর জন্য চারমাসের শিশুকে আইজিএম হাসপাতালে এনেছিলেন উদয়পুরের বাসিন্দা পূজা শীল। কিন্তু, হাসপাতালে স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে ওই শিশুকে টিকার দুইটি ইঞ্জেকশনের বদলে চারটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই ওই শিশুর মা হাসপাতালের স্বাস্থ্য কর্মীর কাছে গাফিলতির কারণ জানতে চেয়েছিলেন। তাঁর সাথে ওই স্বাস্থ্যকর্মী দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার উদয়পুর থেকে পূজা শীল তাঁর শিশু পুত্রকে নিয়ে আইজিএম হাসপাতালে টিকা দিতে আসেন। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এমপিডাব্লিউ কর্মীকে দুটি টিকার ইঞ্জেকশন দিতে এবং দুটি টিকা মুখে খাওয়ানোর জন্য লিখে দিয়েছিলেন। কিন্তু এমপিডাব্লিউ কর্মী টিকাকরণ কার্ডটি না দেখে শিশুর দুই হাতে ও পায়ে টিকার চারটি ইঞ্জেকশন দিয়েছেন বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, এধরনের গাফিলতি কেন হল শিশুর পরিবার জানতে চাওয়ায় তাঁদের সাথে দুর্ব্যবহার করেন ওই স্বাস্থ্যকর্মী।

এবিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির একটি টিকার ইঞ্জেকশন এবং দুইটি দুইটি টিকা মুখে খাওয়ানো বাকি ছিল। এছাড়া জন্মের সময় একটি টিকা তার নেওয়া হয়নি। ওই টিকা আজকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে শিশুটিকে চারটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তবে, এখনো পর্যন্ত শিশুর শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি। বর্তমানে শিশুটি পর্যবেক্ষনে রয়েছে বলে জানান ওই চিকিৎসক।