নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ প্রশাসনিক নিয়ম অমান্য করে অবৈধ ভাবে দুইটি গাড়িতে অধিক সংখ্যক গরু পরিবহনের অভিযোগ৷ গরু বোঝাই গাড়ি দুইটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা৷ ঘটনা বিশালগড়ের রাউৎখলা বাইদ্যারদিঘী সড়কে৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন স্থানীয়রা লক্ষ্য করে একটি গাড়িতে ১১ টি গরু এবং অপর একটি গাড়িতে করে ১৪ টি গরু নিয়ে যাওয়া হচ্ছে৷ সাথে সাথে এলাকার সচেতন নাগরিকরা গাড়ি দুইটিকে আটক করে বিশালগড় থানার পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গরু সহ গাড়ি দুইটিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা৷ বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান স্থানীয় লোকজন গাড়ি দুইটিকে আটক করেছে৷ যে ভাবে গাড়ি দুইটিতে করে গরু পরিবহন করা হচ্ছিল, সেই ভাবে গরু পরিবহন করা যায় না৷ তিনি আরও জানান গাড়ি দুইটির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
2023-05-10