ভোট দিলেন নির্মলা সীতারমন, মুদ্রাস্ফীতি নিয়ে বললেন তিনি জনতার পাশে আছেন

বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘মুদ্রাস্ফীতি নিয়ে আমি বলব, আমি জনতার সঙ্গে আছি। এটা ঠিক যে, জনতার উপর বোঝা চাপানো কখনওই উচিত নয়। কিন্তু বিরোধীদের এটা নিয়ে বলা সাজে না। ওদের সময় কী অবস্থা ছিল?’’

বজরং বলি বিবাদ নিয়েও কথা বলেছেন নির্মলা সীতারমন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, আমরা সর্বদা হনুমান চালিসা পড়ি এবং বজরং বলির কাছে প্রার্থনা করি, কিন্তু তারা (কংগ্রেস) নির্বাচনের সময় এটি করে…তারা নিজেদের ইস্তেহারে উল্লেখ করেছে যা বোকামির উদাহরণ।”