কলকাতা, ১০ মে (হি.স.) : আগামী ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আতিথ্য জানাবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজেরও আয়োজন করা হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কে. জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, আসন্ন সফর মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গভীর ও ঘনিষ্ঠ অংশীদারিত্বকে আরও বাড়িয়ে তুলবে। এটি আমেরিকান এবং ভারতীয়দের আবদ্ধ করে এমন উষ্ণ সম্পর্ককেও শক্তিশালী করবে।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মোদীর সফর একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের ভাগ করা অঙ্গীকারকে আরও জোরদার করবে এবং প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং মহাকাশ ইত্যাদিতে কৌশলগত প্রযুক্তিগত অংশীদারিত্ব বাড়ানোর সংকল্প নেবে।