ব্লাডমাউথ-২৯৫/১০(৪৭.৫)
ইউবিএসটি-২১৩/১০(৩৬.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।।জয়ের ধারা অব্যহত রাখলো ব্লাডমাউথ ক্লাব। টানা জয় পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলো ব্লাডমাউথ। বুধবার ৮২ রানে পরাজিত করলো লড়াকু ইউ বি এস টি-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের গড়া ২৯৫ রানের জবাবে ইউ বি এস টি ২১৩ রান করতে সক্ষম হয়। সকালে ইউ বি এস টি-র অধিনায়ক মনোজিৎ দাস টসে জয়লাভ করে ব্লাডমাউথ ক্লাবকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই বড় স্কোর গড়ার দিকে এগিয়ে গেছে ব্লাডমাউথ। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৯৫ রান করে। দলের পক্ষে রণদীপ পাল ৭৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, স্বপন দাস ৫১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, প্রশান্ত ভান্ডারি ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,বাপ্পা দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮,রীতেশ রাই ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং দলনায়ক তুষার সাহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। ইউ বি এস টি-র পক্ষে সৌরভ সিং (৪/৫৪), রাজা নিগম (৩/৬৫) এবং সাগর সরকার (২/৫০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ২১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরভ সিং ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০,অরূপ সিনহা রায় ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং সাগর সরকার ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ব্লাডমাউথের পক্ষেপ্রশান্ত ভান্ডারি (৩/২৮) সফল বোলার।