আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ হাইকোর্টের

ঢাকা, ১০ মে (হি. স.) : বাংলাদেশে আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, বকশিস নিলেই দুর্নীতির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বলা হয়েছে, কার্যতালিকায় কোনও মামলা ওঠার আগে বা পরে অথবা কোনও মামলার রায়, জামিন আদেশ কিংবা অন্য যে কোনও আদেশ হওয়ার আগে বা পরে অথবা অন্য যেকোনো সময়ে এই আদালতের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, আদালত বা চেম্বারের এমএলএসএস, আদালতের জমাদার, গানম্যান বা বিচারপতির চালক সহ আদালতের কোনও আধিকারিক বা কর্মচারী উপহার, বকশিস, গাড়ি বা অন্যান্য সুবিধা বা পরিষেবা নিলে তা দুর্নীতির পর্যায়ে পড়বে। বিচারপতি শেখ হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চের রায়ের পরে বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ এই বিজ্ঞপ্তি দিয়েছেন। এই নির্দেশ বহাল আইনজীবী ও সহকারী আইনজীবীদের ক্ষেত্রেও।