BRAKING NEWS

আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি“, আর্জি মমতার


কলকাতা, ৯ মে (হি. স.) : ‘‘কবিগুরুর আদর্শ থেকে সরে না যাই, আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি।’’ মঙ্গলবার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলা আমাদের পক্ষে শোভা পায় না৷ কারণ, আমরা আর কতটুকু জানি৷’’ রবি ঠাকুরের সঙ্গে বাঙালির আত্মার যোগাযোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ জানান, সম্প্রীতি থেকে সংস্কৃতি, সবেতেই কবিগুরুকে পাওয়া যাবে ৷
মুখ্যমন্ত্রীর কথায়, হৃদয় মুক্ত রাখুন৷ হৃদয়ের মধ্যদিয়ে রবিবন্দনা হোক, তবেই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানতে পারব৷ রবীন্দ্রনাথ দেশকে নেতৃত্ব দিয়েছেন ৷ রাজনৈতিক না হলেও সেটা অনেক শক্তিশালী৷ আমরা মাথা নোয়াব শুধু মানুষের কাছে। আমরা ভাঙতে চাই না৷ আমরা গড়তে চাই৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *