খুন্টি, ৯ মে (হি. স.) : ঝাড়খন্ডের খুন্টি-মুরহু সড়কের আনিগাড়ার কাছে কাঠ বোঝাই ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে চলম বারতোলির বাসিন্দা মহেন্দ্র মুন্ডা ও দশরথ মুন্ডা। তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
ধৃতরা অস্ত্র দেখিয়ে চাঁদা আদায় এবং লুটপাট করত। তারা দুজনই তরমুজ বোঝাই গাড়ি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে খুন্টির দিকে আসছিল। পুলিশকে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, ২ মে তারা বারোদিহের কাছে একটি কাঠ বোঝাই ডাম্পার এবং একটি বাইকে আরোহী দুই ব্যক্তিকে ধরেছিল। তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের হেনস্থা করা হয়। এরপর উভয় বাইক আরোহী সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা কাঠ বোঝাই ডাম্পারে আগুন ধরিয়ে দেয়।

