দিল্লি কেন্ট এলাকায় আর্মি বেস হাসপাতালে আগুন লেগেছে

নয়াদিল্লি, ৯ মে (হি. স.) : মঙ্গলবার ভোররাতে দক্ষিণ পশ্চিম জেলার দিল্লি কেন্ট এলাকায় অবস্থিত সেনাবাহিনীর বেস হাসপাতালে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই।

মঙ্গলবার ভোর ৩টে ৫০ নাগাদ আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। হাসপাতালের আইসিইউ, অপারেশন থিয়েটার ও স্টোর রুমে আগুন লাগে। এরপর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আগুন নেভানোর জন্য প্রথমে দমকলের ৫টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হলেও ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলে আরও গাড়ি পাঠানো হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই।

দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ দমকলকর্মীদের প্রশংসা করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের স্থানের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য গ্যাসের মজুত রয়েছে।