ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।সেমিফাইনালে উঠলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। দেবোত্তম ঘোষের ঝড়ো ব্যাটিংয়ে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্টিত ম্যাচে দেবার্পিত ক্রিকেট আকাদেমি উইকেটে পরাজিত করে বামপুর প্লে সেন্টারকে। বামপুর প্লে সেন্টারের গড়া ১১৩ রানের জবাবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ প্রথমে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেন। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে তেমনভাবে মাথা তুলে দাড়াতে পারেনি বামপুর প্লে সেন্টারের ব্যাটসম্যান-রা। দল ২২.৫ ওভার ব্যাট করে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে দেবজিৎ পাল ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সৈকত দাস ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, ঝুটন দাস ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অনিষ দাস ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে অর্জুন সূত্রধর (৩/১৬), গোপাল দাশগুপ্ত (৩/৩০) এবং রতন জমাতিয়া (২/৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দেলর পক্ষে দেবোত্তম ঘোষ ৩০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, রাহুল সরকার ১৮ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ (অপ:) এবং সুবিমল নাথ ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন।
2023-05-09