খারগোনে, ৯ মে (হি.স.): মধ্যপ্রদেশের খারগোনে জেলায় সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৩১ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, বাসটি শ্রীখণ্ডি থেকে ইন্দোর যাচ্ছিল। সেই সময় ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাড় নদীর ওপরের সেতু থেকে নীচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়, পরে আরও ৭ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে চালক, কন্ডাক্টর ও ক্লিনার রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৩১ জন যাত্রী আহত হয়েছেন, যাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও খারগোন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, এমএসটি হিরামনি ট্রাভেলসের এমপি ১০পি ৭৭৫৫ বাসটি যাত্রীতে ভর্তি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি, কালেক্টর ও বিধায়কও। খারগোনের এসপি ধরম বীর সিং বলেছেন, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য, শোকস্তব্ধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। বাস দুর্ঘটনায় যারা সামান্য আহত হয়েছেন তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।