ইসলামাবাদ, ৯ মে (হি. স.) : গ্রেফতা হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাই কোর্ট চত্বর। সংঘর্ষে গুরুতর আহত ইমরানের আইনজীবী।
জানা যাচ্ছে, এদিন আদালত চত্বর থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তিনি আদালত চত্বরে প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারির সময় পিটিআই সমর্থক ও সাধারণ মানুষ বাধা দেন বলে জানা যাচ্ছে। যার ফলে শেষ পর্যন্ত ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা পোস্ট। এক পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে, ‘ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে। ওরা খান সাহেবকে কিছু করেছে!’
ইমরান খানের আইনজীবী সংঘর্ষে গুরুতর জখম বলে জানা যাচ্ছে। পিটিআইয়ের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রক্তাক্ত আইনজীবীর শুশ্রুষা চলছে।