ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে (হি.স.) : ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার। আগরতলা আই.টি ভবনে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্মার্ট ট্রেনিং সেন্টার ও ডিজিটাল ত্রিপুরা প্রশিক্ষণের শুভ উদ্বোধনে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সরকারি কাজের পদ্ধতিগত পরিবর্তন অত্যাবশকীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরায় ই-গভর্নেন্স ও পেপারলেস দপ্তরকে বাস্তবে কার্যকরী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি আধিকারিক ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে।

সাথে তিনি যোগ করেন, এখানে দপ্তরের অফিসারদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। ৬০জন অফিসার এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। পরবর্তী সময়ে তাঁরা রাজ্যস্তরে, জেলাস্তরে ও মহকুমাস্তরে অন্যান্যদের প্রশিক্ষণ দিতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্য নিয়েছেন। কিন্তু প্রদেশ ডিজিটাল না হলে দেশ ডিজিটাল হতে পারবে না। তাই ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, আগামী দিনে এই সেন্টার স্বচ্ছ ও পেপারলেস প্রশাসন গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *