বেঙ্গালুরু, ৮ মে (হি.স.) : কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ পর্যায়ে জোরকদমে প্রচার করল শাসক ও বিরোধী সব দল। প্রচার চালালেন কংগ্রেস রাহুল গান্ধীও। তবে এবার প্রচারের মধ্যেই তিনি উঠে গিয়েছেন বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে।
বাসে উঠে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। মহিলাদের বাসে ফ্রি টিকিটের জন্য ইস্তেহারে যে দাবি কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সে ব্যাপারে মতামত চান। এছাড়া কংগ্রেস ক্ষমতায় এলে গৃহলক্ষী স্কীমের মাধ্যমে পরিবারের মাথা হিসেবে প্রত্যেক মহিলাকে ২ হাজার টাকা ভাতা দেওয়ার বিষয়ে মতামত চান রাহুল গান্ধী। প্রচারের শেষ বেলায় জনসংযোগের ক্ষেত্রে আরও জোর দিতে তাই সরাসরি পাবলিক বাসের মধ্যেই উঠে পড়লেন তিনি।