নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সৌজন্যতামূলক সাক্ষাত হাইলাইট করার মত কিছু নয়৷ সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ জনজাতিদের সাংবিধানিক দাবির বিষয় নিয়ে রাজ্যে মধ্যস্থতাকারী আসার কোন খবর নেই মুখ্যমন্ত্রী কাছে৷ সোমবার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে এ বিষয়ে সাফ জানিয়ে দিলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে সব সময় যে ধরনের আলোচনা হয় সেটাই হয়েছে এদিন রাতের বেলা৷ এ ধরনের আলোচনা আগেও হয়েছে৷ সংবাদ মাধ্যমে কর্মীর এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রীর জানালেন এডিসি -কে সরাসরি অর্থ প্রদান করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এদিন৷ আর আর এডিসি -কে সরাসরি অর্থ প্রদান করার অনেকটাই উপরের বিষয়৷ এই ধরনের কোন আলোচনা হলে অবশ্যই রাজ্যবাসীকে কাছে তুলে ধরা হবে৷ সুতরাং তেমন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে৷ এ ধরনের আলোচনার জন্য প্রায়ই আসেন এবং আশ্বস্ত করা হয়৷ কিন্তু কোন কিছুই চূড়ান্ত বলা হয় না বলেও মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন৷