মনীশ সিসোদিয়ার মুক্তি এখনই নয়, ২৩ মে অবধি বাড়ল জেল হেফাজতের মেয়াদ

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): আবগারি নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মামলায় আপাতত মুক্তি পাচ্ছেন না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। সোমবার মনীশ সিসোদিয়ার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মনীশ সিসোদিয়া।

জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে পেশ করা হয়েছিল মনীশ সিসোদিয়াকে, প্রতিবারের মতো এবারও হাসি মুখেই আদালতে আসেন সিসোদিয়া। যদিও, তাঁকে স্বস্তি দিল না আদালত। আগামী ২৩ মে অবধি জেল হেফাজতে পাঠানো হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ এই নেতাকে।