নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমার সঙ্গে রেল সংযোগ স্থাপনের জন্য পৃথক রেললাইন তৈরি এবং উত্তর ত্রিপুরা জেলার ধর্মনা করে রেলের ডিভিশন অফিস স্থাপনের দাবিতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সোমবার গোয়াহাটিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সদর কার্যালয়ে জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার গোয়াহাটিতে উত্তর-পূর্ব রেলের সদর কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন ত্রিপুরায় রেল সংযোগ স্থাপিত হলেও এখনো পর্যন্ত প্রতিটি জেলা এবং মহকুমার সঙ্গে রেললাইন স্থাপিত হয়নি৷
প্রতিটি জেলা ও মহকুমার সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষে পৃথক রেললাইন তৈরি জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদিন দাবি জানানো হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করতে গিয়ে গোপালবাবু বলেন, ধর্মনগর থেকে কৈলাশহর, কমলপুর, খোয়াই, সিধাই, আগরতলা, সোনামুড়া, বিলোনিয়া ও সাবরুমের মধ্যে পৃথক রেললাইন তৈরি করতে হবে৷ অন্যথায় রাজ্যের সব কটি জেলা ও মহাকুমার জনগণ রেল চলাচলের সুফল পাবেন না বলেও তিনি উল্লেখ করেন৷ এছাড়া উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপনের জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ গোপাল বাবু বলেন ধর্মনগরে রেল ডিভিশন অফিস স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসা হচ্ছে৷ ত্রিপুরায় রেলের কোন ডিভিশন অফিস না থাকার কারণে কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷
রাজ্যের জনগণ রেলওয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য লামডিং রেলওয়ে ডিভিশনের উপর নির্ভরশীল৷ বর্তমানে ত্রিপুরা থেকে বেশ কয়েকটি রেল দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে৷ রাজধানী হামসফর জনশতাব্দীর সহ গুরুত্বপূর্ণ রেলগুলো আগরতলার সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে৷ স্বাভাবিক কারণেই ত্রিপুরায় রেলওয়ের কাজকর্ম অনেক বেড়েছে৷ সার্বিক বিষয়ে বিবেচনায় এনে অবিলম্বে ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপনের দাবি জানানো হয়েছে৷ এদিন গুয়াহাটিতে উত্তরপূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে দাবি সনদ সম্মানিত স্মারকলিপিও তুলে দেওয়া হয়৷ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ এদিন ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান ,প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্যরা৷