চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ি চুড়াইবাড়ি থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের বড়টিলা ৪ নং ওয়ার্ডের নাজিম উদ্দিনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল৷
জানা যায় রবিবার গভীর রাতে নাজিম উদ্দিনের ঘরের পিছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে৷ এবং ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল চুরি করে নিয়ে যায়৷ সোমবার ঘুম থেকে উঠে বাড়ির মালিক চুরির ঘটনা প্রত্যক্ষ করে চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ পরে চুড়াইবাড়ি থানার এএসআই মানিক দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *