অপরাজিত ৩১৫ রান, ৩৬টি ছক্কা রাজ্য ক্রিকেটে অরিন্দমের নয়া রেকর্ড

পোলস্টার:- ৪১৬/৫(৫০)

ইউ বিএসটি:- ১৫৯/১০(৩০.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। রাজ্য ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন পোলস্টারের অধিনায়ক অরিন্দম বর্মন। ‌ সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডের পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও এখন তার দখলে। অরিন্দম পোলস্টারের হয়ে ১৪০ বল খেলে ১২টি বাউন্ডারি এবং ৩৬ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অসাধারণ ব্যাটিংয়ের উপহার দিয়ে অপরাজিত ভূমিকায় ৩১৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে। এদিকে ইউনাইটেড বিএসটি-র বিজয় রথ থামিয়ে দিল পোলস্টার। এ যাত্রায় জয়ের হ্যাটট্রিক হলো না ইউনাইটেড বিএসটি-র। পোলস্টার ক্লাব ২৫৭ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। চতুর্থ দিনের খেলা শেষে ৫ দল পোলস্টার, ব্লাড মাউথ, চলমান, বিসিসি এবং ইউনাইটেড বিএসটি-র পয়েন্ট সমসংখ্যক ৮ করে হলেও রানের গড়ের নিরিখে পোলস্টার শীর্ষে। আজ, সোমবার মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড বিএসটি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। পোলস্টারকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। নির্ধারিত পঞ্চাশ ওভারে পোলস্টার ৫ উইকেট হারিয়ে ৪১৬ রান সংগ্রহ করে। সাম্প্রতিক কালের মধ্যে এটিও একটি রেকর্ড। দলীয় ২৬ জনের মধ্যে ৪ উইকেট হারিয়ে পোলস্টার যখন বিপদ সীমার কিনারায়। পঞ্চম উইকেটে নেমে অধিনায়ক অরিন্দম বর্মন একাই যেন খড়গহস্ত ধারণ করেন। ৩৫ রানের মধ্যে আরও একটি উইকেটের পতন ঘটলে সন্দীপ সরকার এসে অরিন্দমকে দুর্দান্ত সঙ্গ দেয়। অরিন্দম-সন্দীপ জুটি অপরাজিত ভূমিকায় ৩৫৫ রান সংগ্রহ করে। ষষ্ঠ উইকেটের জুটিতে ৩৫৫ রান সংগ্রহ নিঃসন্দেহে রাজ্য ক্রিকেটের ইতিহাসে ণতুন রেকর্ড বটে। সন্দীপ অপরাজিত থাকে ৬৫ রানে। ইউনাইটেড বিএসটি’র রাজা নিগম ও আমন সিং দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৩০.৪ ওভার খেলে ১৬৯ টানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রণব দাস সর্বাধিক ৩৪ রান পায়। পোলস্টারের অমরেশ দাস ২৯ রানে ৫ উইকেট দখল করে সাফল্য ছিনিয়ে নেয়। ‌ এছাড়াও সন্দীপ সরকার ও দৈপায়ন ভট্টাচার্য দুটি করে এবং কাজল সূত্রধর একটি উইকেট পেয়েছে। তবে রেকর্ড রানের সৌজন্য স্বরূপ অরিন্দম বর্মন পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *