কাশ্মীর উপত্যকায় ৩.১ মাত্রার ভূমিকম্প

শ্রীনগর, ৮ মে (হি.স.) : সোমবার কাশ্মীর উপত্যকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। তবে কোথাও থেকে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বারামুল্লা থেকে ১০ কিলোমিটার গভীরে ২:২৮ মিনিটে ভূমিকম্পটি ঘটে। ওই এলাকায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তবে কম্পন অনুভূত হলেই বহু মানুষ ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসেন এবং কিছুক্ষণ খোলা জায়গায় থাকেন।