‘ভোট ফ্রম হোম’, বাড়িতে বসেই ভোট দেবেন কর্নাটকে ৯৪ হাজার ভোটার

বেঙ্গালুরু, ৭ মে (হি.স.) : মাঝে আর মাত্র তিন দিন। আগামী বুধবার ১০ মে আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যদেবতাদের বেছে নেবেন কন্নড়বাসী। ভোটারদের মন জয়ে শেষ মুহুর্তের প্রচারে কোমর কষে ঝাঁপিয়েছে যুযুধান সব শিবিরের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী-সবাই মাটি কামড়ে পড়ে রয়েছেন কন্নড়-ভুমে। আর আগামী ১০ মে’র ভোটে ৯৪ হাজারের বেশি ভোটার বাড়িতে বসেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

প্রবীণ এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ‘বাড়ি থেকে ভোট’ (ভোট ফ্রম হোম) নিয়ম চালু করেছে। অশক্ত শরীর নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ঝক্কি এড়ানোর জন্যই ওই নিয়ম চালু করা হয়েছে। শনিবারই বাড়ি থেকে ভোট দেওয়ার আবেদন জানানোর জন্য নির্দিষ্ট দিন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, রাজ্যের ৯৫ হাজারের মতো ভোটার আগামী বুধবার বাড়িতে বসেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তার মধ্যে ৭৫ হাজার ৬৯০ জন প্রবীণ নাগরিক। আর ১৮ হাজার ৬৩৬ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন।
অন্যদিকে রাজ্যে ভোট নির্ঘন্ট ঘোষণার পর থেকে শনিবার পর্যন্ত ৩৬৫ কোটি ২২ লক্ষ টাকার মতো বাজেয়াপ্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *