মালদাকোন্ডাগাঁও, ৭ মে (হি. স.) : রেললাইন থেকে এক কিশোরের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। রবিবার হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে দেহটি পড়ে থাকতে দেখা যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের নিচে কিশোরের দেহ পড়ে থাকতে দেখে যাত্রী ও স্থানীয় লোকজন। এরপরই বিষয়টি জানানো হয় জিআরপিকে। খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে খবর লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।