জয়পুর, ৭ মে (হি.স.) : আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সাক্ষাৎকারে রাজস্থান হায়দরাবাদকে হারিয়েছিল। আজ আইপিএলে দুটো দল মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান অনেকটাই ফারাক।১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রথম চারের মধ্যে রাজস্থান রয়্যালস। প্লে-অফে যাবার দাবিদার তারা। আর পয়েন্ট টেবলের একেবারে তলানিতে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ছয়। সুতরাং আজ রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাকে আইপিএলে টিকে থাকতে হলে জিততেই হবে। হারলেই বিদায়। অর্থাৎ মরণ বাঁচন ম্যাচে এইডেন মার্করামদের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। হারলেই বিদায়। তবে রাজস্থানকেও আজ জিততেই হবে। কারণ প্লে-অফ যেতে হলে তাদের আজ জয় চাইই চাই। সুতরাং দুটো দলকেই আজ জিততেই হবে।
শক্তির বিচারে আজ রাজস্থান অবশ্যই হায়দরাবাদের চেয়ে এগিয়ে। আজকের ম্যাচে রয়্যালসের স্বস্তির জায়গা হল, ওবেদ ম্যাককয় একেবারে ফিট। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। মিডল অর্ডারে জো রুটকে খেলানোর কথাও ভাবছে রাজস্থান। এদিকে দলে ১৩.২ কোটি টাকার ব্যাটার হ্যারি ব্রুক রয়েছেন। তবে আইপিএলে তিনি খুব একটা ছন্দে নেই। ইডেন গার্ডেন্সে শতরানের পর ব্রুকের কাছ থেকে রাজস্থান ভালো সার্ভিস পাচ্ছে না। তবুও হ্যারি ব্রুকের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। তবে আজকের ম্যাচে ব্রুকের জায়গায় গ্লেন ফিলিপসকে খেলাতে পারে কমলা বাহিনী। জয়পুরের মাঠে একাদশে ফেরানো হতে পারে উমরান মালিককে।