নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রবিবার অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এসোসিয়েশনের উদ্যোগ ১৫ তম বিশ্ব হাসি দিবস উদযাপন করা হলো আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা৷ ব্যস্ততম কর্মজীবন এবং আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় মানুষ যেন ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে৷ মুখ খুলে হাসি দেওয়ার সময়টুকু নেই৷ এর ফলে চরম সর্বনাশ হচ্ছে মানব জীবনের৷ সমাজবদ্ধ জীব হিসেবে একে অপরের অপরের সঙ্গে খোলা মনে কথা বলা এবং হাসি মনে চলাফেরা করার রীতিনীতি মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে৷ মানুষের মধ্যে সেই মানসিকতা তৈরি করার লক্ষ্যেই বিশ্ব হাসি দিবসের উদ্যোগ৷ বিশ্ব হাসি দিবস উপলক্ষে রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
2023-05-07