ইসলামপুর, ৭ মে (হি. স.): আত্মীয়র বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মৌলানি এলাকায় রাজ্য সড়কের উপর।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মনজর আলি (১১)। আহত হয়েছে আফসার আলি (১৬) আরও এক কিশোর। এদিন সকালে স্কুটি নিয়ে বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের মৌলানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজর আলিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আরেক কিশোর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।