১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খান শো, অনুষ্ঠানের সাত দিন আগেও টিকিট পড়ে রয়েছে

কলকাত, ৬ মে (হি.স.): আর সাতদিন বাদে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খানের শো। এই শো ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠান ঘিরে ইস্টবেঙ্গল ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের দিকে। কিন্তু অনুষ্ঠানের সাত দিন আগেও টিকিট পড়ে রয়েছে প্রায় সব বিভাগেই। ফলে সমর্থক এবং দর্শকদের কাছে এখনও সুযোগ থাকছে এই শোয়ের টিকিট কেনার। ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সলমন খান শো দেখার জন্য একটি পিডব্লিউডি গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে ৬৯৯ টাকায়।

আর ভাইজান জ়োন এবং টাইগার জ়োন থেকে যে টিকিট পাওয়া যাচ্ছে তার দাম যথাক্রমে ১২৫০ এবং ১৫০০ টাকা। তবে দু’টি ক্ষেত্রেই দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে হবে। এদিকে ১৬৫০ টাকায় এরিয়ান্স গ্যালারি থেকে বাকেট চেয়ারে বসে অনুষ্ঠান দেখা যাবে। এ ছাড়া সুলতান জ়োন (৪০০০টাকা )ওয়ান্টেড জ়োন (৪৫০০ টাকা) ও রেডি জোনের (১০ হাজার টাকা) টিকিট রয়েছে। আর দাবাং জ়োনের টিকিটের দাম ৪০ হাজার টাকা। এই টিকিটে সোফায় বসে অনুষ্ঠান দেখতে পারবেন। অর্থাৎ এখনো পর্যন্ত সব বিভাগেই টিকিট পড়ে রয়েছে দর্শকদের জন্য।আর ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা তাদের সদস্যকার্ড দেখিয়ে ২৫ শতাংশ ছাড় পাবেন। মঙ্গলবার থেকে ইস্টবেঙ্গল ক্লাবে বসছে কিয়স্ক। সেখান থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়াও আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়িতেও কিয়স্ক থাকবে। আর অনলাইনে insider.in ওয়েবসাইট থেকেও টিকিট পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *