BRAKING NEWS

চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করলেন ঋষি সুনক

লন্ডন, ৬ মে (হি.স.) : রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে বাইবেল পাঠ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের ঐতিহ্যবাহী প্রথাকে মনে রেখে নিজে বাইবেল পাঠ করেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি।

রাজ্যাভিষেককে ‘আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের গর্বিত প্রকাশ’ হিসাবে বর্ণনা করেছেন ঋষি সুনক। দীর্ঘ প্রায় ৭০ বছর পর ফের রাজ্যাভিষেক হল সমগ্র ব্রিটেনে। ১৯৩৭ সালে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয়েছিল রাজা ষষ্ঠ জর্জের। তার পর চার্লসই প্রথম রাজা ব্রিটেনের। ১৯৫৩ সাল থেকে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর, ৭৩ বছর বয়সে, রাজা হিসেবে ব্রিটেনের দায়িত্ব গ্রহণ করেন চার্লস। এ বার আনুষ্ঠানিক ভাবে সিংহাসন আরোহণ ঘটল।
উল্লেখ্য, ৭৪ বছর বয়সে চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উৎসবের আবহ ব্রিটেন জুড়ে। রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত ছিলেন এদিন। প্রায় ৮ হাজার অতিথি এদিন উপস্থিত ছিলেন। যাবতীয় রীতিনীতি মেনে এদিন শুরু হয় রাজ্যাভিষেকের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *