ওয়াশিংটন, ৪ মে (হি.স.): ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা বিশ্বব্যাঙ্কের পরবর্তী সভাপতি হচ্ছেন। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন। মাস্টার কার্ড-এর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী বোর্ড নির্বাচিত করেছে। জলবায়ু পরিবর্তনের সমস্যা-সহ আন্তর্জাতিক নানা সমস্যার মোকাবিলা করার জন্য ঋণদাতাদের সাহায্য করতে তাঁকে এর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন তাঁকে এই পদের জন্য মনোনীত করেন। রাশিয়া অবশ্য ভোটাভুটিতে অংশ নেয়নি।
বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে। গত ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাতে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিল সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ পেলেন। এর আগে ‘জেনারেল আটলান্টিক’ নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয়। অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্বও সামলেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।
৬৩ বছর বয়সি অজয়ের জন্ম মহারাষ্ট্রের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও। অজয় বাঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।