রাজনৈতিক সন্ত্রাসের শিকার পরিবারের সদস্যদের এনসিসি ধানায় ধর্না নিরাপত্তার দাবীতে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নির্বাচনোত্তর সন্ত্রাস  মোকাবেলায় পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার নির্দেশ দিলেও শাসকদলের একাংশ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে নিয়ে হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত রেখেছে৷ মুখ্যমন্ত্রী এসব সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলার জন্য একটি টাক্স ফোর্স গঠন করেছেন৷ কিন্তু তাতেও পরিস্থিতি মোকাবেলা করা রীতিমত চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ আইন কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ মিলেছে৷ বুধবার রাতেও রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব চাঁদমারি এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসের ঘটনা ঘটে৷ তাতে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ আক্রান্ত পূর্ব চানমারির বাসিন্দা দেবাশিস বর্মণ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ন্যায় বিচার পাওয়ার দাবিতে স্ব পরিবারে এন সি সি থানায় ধর্নায় বসে৷ পুলিশের কাছে ঘটনা তুলে ধরে বিহিত চান৷  নির্বাচন উত্তর সন্ত্রাস মোকাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে কঠোর মনোভাব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপকে রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ স্বাগত জানিয়েছে৷ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও পদক্ষেপ গ্রহণের ঘোষণার পরেই একাংশ অত্যুৎসাহীর কারনে বদনামের  ভাগীদার হচ্ছে সরকার ও শাসক দল৷ তাদের হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত৷ এমনই এক ঘটনা সামনে এল বৃহস্পতিবার৷ এদিন পূর্ব চানমারির বাসিন্দা দেবাশিস বর্মণ স্ব পরিবারে এন সি সি থানায় ধর্নায় বসে৷ পুলিশের কাছে ঘটনা তুলে ধরে বিহিত চান৷ তার অভিযোগ বুধবার রাতে একাংশ শাসক দলীয় অত্যুৎসাহী কর্মী ও নেতা মিলে হামলা চালায়  তাদের বাড়িঘরে৷ ধারাবাহিক ভাবে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটছে এলাকাজুড়ে৷ এই ক্ষেত্রে বেশ কিছু ব্যক্তির নাম জানান তিনি৷ আতঙ্কিত পরিবারটি৷ এদিন এন সি সি থানায় মামলা দায়ের করেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে থানায় ধর্নায় বসবেন বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *