ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বনমালীপুর ক্রিকেট ক্লাব। দুর্দান্ত জয় পেয়েছে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। ৭ উইকেটের বিনিময়ে। উদ্বোধনী দিনের ম্যাচে ইউনাইটেড বিএসটি-র কাছে ৬৭ রানে হারটা বনমালীপুর ক্রিকেট ক্লাবকে যেন অনেকটা তাতিয়ে দিয়েছে। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিসিসি। খেলা চলছে টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দ্বিতীয় দিনের খেলায় আজ মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে বিসিসি সাত উইকেটের ব্যবধানে ওপিসি-কে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ৪৫.৪ ওভারে ওপিসি সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজিত চন্দ্র দেব সর্বাধিক ৩৭ রান পায়। তাছাড়া, ওপেনার নবারুণ চক্রবর্তীল ৩৩ রান কিছুটা উল্লেখ করার মতো। বিসিসি-র অভিজিৎ দেববর্মা ১৮ রানে চারটি উইকেট তুলে নিয়ে ওপিসি-কে অল্প রানে আটকে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, কমল দাস ২২ রানে তিনটি ও অনুজ পাল ২৫ রানে দুটি উইকেট পেয়েছে। রাজদীপ দত্তও পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বনমালীপুর ক্রিকেট ক্লাব ২৮.১ ওভার খেলেই লো স্কোরিং টার্গেটে পৌঁছে যায়। তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সাগর শর্মার অপরাজিত ৬৯ রান দলকে সহজেই জয় এনে দেয়। এছাড়া রিয়াজ উদ্দিনের অপরাজিত ২৩ রানও উল্লেখ করার মতো। ওপিসির দুর্লভ রায় ২৮ রানে ২টি এবং মতি ত্রিপুরা একটি উইকেট পেয়েছে।
2023-05-04