শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানির মামলা রাজ্যের

কলকাতা, ৩ মে (হি. স.) : ছবি টুইট করে বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানি মামলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷

কলকাতা পুলিশের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ করে আলিপুর আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি আইনে বুধবার মানহানির মামলা দায়ের করেছে রাজ্য সরকার। যদিও মামলা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, গত ১৭ এপ্রিল মহারাষ্ট্রের নম্বর থাকা একটি বাসের ছবি দিয়ে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, কয়লা এবং নিয়োগ দুর্নীতির নথি পাচার করা হচ্ছে ওই বাসে।

এই ঘটনায় সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দেয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরই পুলিশি তদন্তে জানা যায়, ওই বাসে ছিলেন জেড প্লাস নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে তথ্য পাচারের কোন যোগ নেই বলেও সাফ জানিয়ে দেয় কলকাতা পুলিশ।

সেই কারণে রাজ্য সরকারের তরফে শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যকে বদনাম করার অভিযোগ তুলে ফৌজদারি আইলে মানহানির মামলা দায়ের করা হয়েছে আলিপুর নগর দায়রা আদালতে। সেইসঙ্গে মামলা গ্রহণ করে দ্রুত শুনানির আর্জিও জানানো হয় রাজ্যের তরফে৷

যদিও এই মামলাটি শেষ পর্যন্ত গ্রহণ করা হবে কি না, সিদ্ধান্ত নেবে আলিপুর নগর দায়রা আদালত। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জুড়ে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই টুইট দেখে রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ)-কে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *