ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।।
‘রাজ্য স্কুল দাবায় খেললো ভুয়ো ২ দাবাড়ু’- ওই খবর বিভিন্ন খবরের কাগজে প্রকাশ হতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পশ্চিম জেলার স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিবকে কার্যত শোকজ করলেন ক্রীড়া দপ্তরের শীর্ষ আধিকারিক-রা। আগামী দুইদিনের মধ্যে কীভাবে শাক্য সিংহ মোদক, সমৃদ্ধি ঘোষ এবং কাকলি দাস রাজ্য আসরে খেলানো হলো তা জানানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। এনিয়ে বেকায়দায় পশ্চিম জেলা স্পোর্টস বোর্ডের কর্তারা। প্রসঙ্গত: ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয় রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা। পশ্চিম জেলার নির্বাচনী আসরে অংশ না নিয়েই সরাসরি রাজ্য আসরে খেলে এলো অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে শাক্য সিংহ মোদক, বালিকা বিভাগে সমৃদ্ধি ঘোষ এবং অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে কাকলি দাস। রাজ্য আসরে অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে শাক্য দ্বিতীয় এবং বালিকা বিভাগে সমৃদ্ধি প্রথম স্থান দখল করে। রাজ্য আসর চলাকালিনই ওই দাবাড়ুর খেলা নিয়ে অভিযোগ করেছিলেন বিভিন্ন জেলার কোচ-রা। তাতে কার্যত কর্ণপাতই করেননি উদ্যোক্তা কমিটির কর্তারা। জানা গেছে, রাজ্য আসর শুরুর আগেই ব্যাক্তিগত কাজে ছুটি নিয়ে রাজ্যের বাইরে ছিলেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টল বোর্ডের সুগ্ম সচিব অপু রায়। ওই সময় দায়িত্বে ছিলেন দিবাকর দেবনাথ। তাহলে কে অবৈধভাবে ৩ দাবাড়ুকে খেলার সুযোগ করে দিলেন তা নিয়েও উঠছে অবিরাম প্রশ্ন? প্রসঙ্গত: পশ্চিম জেলা স্কুল আসরে খেলেনি এমন দাবাড়ু এবার অংশ নিয়েছে তেলিয়ামুড়ায় রাজ্য স্কুল দাবায়। নিয়মানুয়ায়ি নির্বাচিত কোনও দাবাড়ু অংশ না নিলে তাদের পরের স্থানে থাকা দাবাড়ুদের ডাকা হবে পশ্চিম জেলার হয়ে খেলা জন্য। কিন্তু পশ্চিম জেলার কর্তারা তা না করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য বাকা পথে জেলা আসরে অংশ না নেওয়া তিন দাবাড়ুকে খেলিয়েছেন। তাহলে প্রশ্ন দেখা দিয়েছে পশ্চিম জেলা আসরে অংশ নিয়ে বাকি দাবাড়ুরা ভুল করেছিলো? কেনও বঞ্চিত করা হলো পশ্চিম জেলা আসরে অংশ নেওয়া বাকি দাবাড়ুদের। জানা গেছে, প্রতিভাবান দাবাড়ু শাক্য সিংহ মোদক এবছর পশ্চিম জেলা স্কুল দাবার নির্বাচনী শিবিরে অংশ নেয়নি। ফলে নির্বাচিতও হয়নি। পশ্চিম জেলা থেকে যে তালিকা ঘোষনা করা হয়েছিলো তাতে নাম ছিলো না ওই দাবাড়ুটির। অথচ রাজ্য স্কুল দাবায় অংশ নিয়েছিলো ওই দাবাড়ুটি। এবং ৬ রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে অনূর্ধ্ব-১৪ বিভাগে। এছাড়া বালিকা বিভাগে সমৃদ্ধি ঘোষ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে কীভাবে রাজ্য আসরে খেলানো হলো শাক্য এবং সমৃদ্ধিকে? এনিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিভাবকরা। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের কাছে অনেকেই অনুরোধ করেছেন বাকা পথে খেলা দুই দাবাড়ু থেকে যেনও ট্রফি ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ক্রীড়ামন্ত্রীর কাছেই অনুরোধ করেছেন ঘটনার যাতে সুষ্ঠ তদন্ত করা হয়।