নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সাজসজ্জায় ৪৫ কোটি টাকা খরচ করার জন্য আম আদমি পার্টিকে আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। বুধবার বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, আম আদমি পার্টির প্রচার ছাড়া আর কোনো কাজ নেই। আম আদমি পার্টি মানেই বেশি প্রচার।
পুনাওয়ালা এদিন দলের সদর দফতরে সাংবাদিকদের বলেন, আম আদমি পার্টি ৪৫ কোটি টাকা মূল্যের দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সাজসজ্জার বিষয়ে নীরবতা পালন করেছে। পুনাওয়ালা বলেন, আম আদমি পার্টি মিথ্যার আশ্রয় নিয়েছে। সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন যে তাঁকে হয়রানি করা হচ্ছে এবং ইডি ভুলের জন্য ক্ষমা চেয়েছে। বিজেপি মুখপাত্র বলেন, আম আদমি পার্টি এই বিষয়ে মিথ্যা ছড়ানোর কাজ করেছে। আম আদমি পার্টির নেতারা দুর্নীতির মামলায় আদালত থেকে রেহাই না পেলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মানহানি করার চেষ্টা করছে।